Thursday, 13 October 2016

সবুজ চাটনি




উপকরণ

ধনেপাতা এক মুঠো, জলপাই তেল এক টেবিল চামচ, রসুনের কোয়া দুটি, লেবুর রস এক টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া এক চা-চামচ, কাঁচা মরিচ দুটি, লবণ স্বাদমতো।


প্রণালি: 

সব উপকরণ একসঙ্গে পেস্ট করে নিন। তৈরি হয়ে গেল সবুজ চাটনি।


সংগৃহীত প্রথম আলো

No comments:

Post a Comment