Thursday, 13 October 2016

সস মিক্সড






উপকরণ

বারবিকিউ সস দুই টেবিল চামচ, ওয়েস্টার সস এক টেবিল চামচ, টমেটো কেচাপ দুই টেবিল চামচ, সয়াসস এক টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া তিন ভাগের এক ভাগ চা-চামচ, ড্রাইড বেসিল আধা চা-চামচ, লেবুর রস এক টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া এক চা-চামচ।


প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।


সংগৃহীত: প্রথম আলো


No comments:

Post a Comment