Friday, 14 October 2016

আলুবোখারা চাটনি




উপকরণ :
  • আলুবোখারা আধা কাপ
  • তেঁতুলের ক্বাথ আধা কাপ
  • রসুন কুচি চা চামচ
  • সরিষার তেল টেবিল চামচ
  • চিনি আধা কাপ
  • বিট লবণ চা চামচ
  • ভাজা ধনে গুঁড়া চা চামচ
  • শুকনা মরিচ টালা গুঁড়া চা চামচ
  • গোলমরিচ গুঁড়া এক চা চামচ
  • আদা কুচি চা চামচ
  • লবণ চা চামচ
  • চাট মসলা টেবিল চামচ


প্রণালী :
  • আলুবোখারা গরম পানিতে ভিজিয়ে চেলে নিন।
  • চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন।
  • তেল গরম হলে আদা রসুন কুচি ভেজে এর মধ্যে আলুবোখারা তেঁতুলের ক্বাথ দিন।কিছুক্ষণ পর চিনি দিন।
  • আলুবোখারা তেঁতুলের ক্বাথ ফুটতে শুরু করলে অন্য উপকরণগুলো একে একে দিয়ে দিন।
  • থকথকে ঘন হলে নামিয়ে ফেলুন।


No comments:

Post a Comment